ওয়াটার হিটার ব্যবহারে সতর্ক হতে হবে

বার্তাসেন্টার সংবাদদাতা

রবিবার, ৮ জানুয়ারি ২০২৩, ২২:১৫

শীত আসার সঙ্গে সঙ্গে নিত্য প্রয়োজনীয় কাজ কিংবা গোসলের পানি ব্যবহারে বেশিরভাগ মানুষই ওয়াটার হিটার ব্যবহার করেন। তবে এটি ব্যবহার করা সহজ হলেও অনেক বিপজ্জনকও বটে।

ইমারশান ওয়াটার হিটার

অনেক সময় একটু অসাবধানতায় বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এমনকি বৈদ্যুতিক শকে মৃত্যুও হতে পারে। তাই এই হিটার ব্যবহারে সবাইকে সতর্ক থাকতে হবে। চলুন জেনে নেই কিছু নিয়ম:

দীর্ঘদিনের পুরনো ওয়াটার হিটার বছরের পর বছর অনেকেই ব্যবহার করেন। তবে মনে রাখবেন সবকিছুরই আয়ু আছে। তাই বেশি পুরনো হিটার ব্যবহার করবেন না। ২-৩ বছর হলেই ইমারশান ওয়াটার হিটারটি বদলে ফেলুন।

ইমারশান হিটারের রড দিয়ে পানি গরম করার ক্ষেত্রে বালতিতে দেওয়ার পরে সেটি যেন এদিক-ওদিক নড়বড় না করে, বা বালতির গায়ে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। এ ক্ষেত্রে প্লাস্টিকের বালতি বা গামলা ব্যবহার করাই ভাল।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

আগে পানির মধ্যে হিটারটি দিয়ে তারপর সুইচ অন করবেন, আবার পানি গরম হয়ে গেলে সুইচ অফ করে রড বের করে নিন। ভুলেও প্লাগ লাগানো অবস্থায় কখনো ইমারশান রড বসানো বা বের করবেন না। তা না হলে অনেক বড় দুর্ঘটনার কবলে পড়তে পারেন।

এমনকি রড বসানো অবস্থায় পানিতে হাত দেবেন না বা মগে করে অতিরিক্ত পানি ঢালবেন না বা তুলবেনও না। আর মনে রাখবেন, নির্দিষ্ট দাগের থেকে বেশি বা কম পানিতে ইমারশান রডটি ব্যবহার করবেন না।

পরিষ্কার রাখুন
ক্রমাগত ব্যবহারে ইমারশান হিটার রডের ওপর সাদা আবরণ হতে পারে। এর ফলে রড দ্রুত গরম হয় না। বিদ্যুৎ খরচও বেড়ে যায়। তাই স্ক্রাবার বা ব্রাশ দিয়ে জং ধরা রডটি পরিষ্কার করুন।

লোহার বালতি ব্যবহার করবেন না
পানি গরম করার সময়ে লোহার বালতিতে ইমারশান ওয়াটার হিটার রড ব্যবহার করবেন না। প্লাস্টিকের বালতি ব্যবহার করুন। তবে এক্ষেত্রে আবার পানি বেশি গরম হলে প্লাস্টিক গলে যেতে পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে।

শিশুদের থেকে দূরে রাখুন
এই হিটার ব্যবহারের সময় শিশুরা যেন আশপাশে না থাকে বা পানিতে হাত দেওয়ার চেষ্টা না করে সেদিকে খেয়াল রাখুন। ওয়াটার হিটার ছাড়াও যেকোন বৈদ্যতিক সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *