একই মঞ্চে অমিতাভ – শাহরুখ – চঞ্চল চৌধুরী

বার্তাসেন্টার সংবাদদাতা

শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২, ২২:০২

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে উদ্বোধন হয়েছে ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র ২৮তম আসর। উৎসবে মমতা ব্যানার্জির আমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও বলিউড বাদশাহ শাহরুখ খান। ছিলেন বলিউড-টলিউড-ঢালিউডের আরও অনেক তারকা। তবে সেই মঞ্চে চঞ্চল চৌধুরীকে দেখে বাংলাদেশি দর্শকের চোখ আটকে গেলো।

চঞ্চল চৌধুরী

উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে একেবারে অমিতাভ-শাহরুখের পাশেই ছিলেন তিনি। সেই মুহূর্তের ছবি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। গর্বিত মনে চঞ্চলের বন্দনায় মেতেছেন দেশের নেটিজেনরা।

কলকাতায় সিনেমা ভিত্তিক সবচেয়ে বড় আয়োজন ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বন্ধ ছিলো পুরো টালিউড ইন্ডাস্ট্রি। উৎসবের উদ্বোধনে সবাই অংশ নিয়েছেন।

চঞ্চল চৌধুরী শাহরুখ অরিজিৎ সিং
চঞ্চল চৌধুরীর সাথে শাহরুখ খান ও অরিজিৎ সিং

জমকালো এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বলিউডের জয়া বচ্চন, শত্রুঘ্ন সিনহা, সংগীতশিল্পী কুমার শানু, ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলি, রঞ্জিত মল্লিক, অরিজিৎ সিং, রানী মুখার্জী, মহেশ ভাট, রাজ চক্রবর্তী, রুক্মিণী মৈত্রসহ আরও অনেকে।

মঞ্চের সামনের সারিতে অমিতাভ-শাহরুখদের পাশে বসে ছিলেন চঞ্চল চৌধুরী। তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি। এ সময় তিনি অমিতাভ বচ্চন ও শাহরুখের সঙ্গেও কুশল বিনিময় করেন।

আরও পড়ুন: ব্রাজিল সমর্থক শবনম বুবলিও চান মেসির হাতে বিশ্বকাপের ট্রফি উঠুক।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবারের আসরে প্রদর্শিত হবে ৪২টি দেশের মোট ১ হাজার ৭৮টি সিনেমা। এর মধ্যে বাংলাদেশেরও তিনটি ছবি রয়েছে। যার একটি মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

শুধু উৎসবে নয়, ভারতের প্রেক্ষাগৃহেও মুক্তি পাচ্ছে ‘হাওয়া’। শুক্রবার (১৬ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পেয়েছে। এরপর ৩০ ডিসেম্বর পুরো ভারতেই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছে ভারতীয় পরিবেশক রিলায়েন্স এন্টারটেইনমেন্ট।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *