নতুন গানে আলোচনায় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা
বার্তাসেন্টার সংবাদদাতা
বুধবার, ১১ জানুয়ারি ২০২৩, ২২:২৩বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা প্রকাশিত নতুন একটি গান নিয়ে বেশ প্রশংসা কুড়াচ্ছেন। গানের শিরোনাম ‘ভালোবাসা নয় সেকি’। বছরের শুরুতেই লিজার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে।
এটি লিখেছেন লালন লোহানী, সুর করেছেন নাজির মাহমুদ, সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর।
এ গান প্রসঙ্গে কন্ঠশিল্পী লিজা বলেন, প্রকাশের পর থেকেই গানটি নিয়ে বেশ ভালো সাড়া পাচ্ছি। বিশেষত যারা আমার নিয়মিত শ্রোতা তাদের কাছে মিষ্টি সুরের চমৎকার কথার এ গানটি মনে ধরেছে। আসলে শ্রোতাদের জন্যই তো গান করি। সবমিলিয়েই এ গানটি শ্রোতাদের মুগ্ধ করছে, এটাই আমার আনন্দ, কষ্টও স্বার্থক।
আরও পড়ুন: চিত্রনায়িকা বর্ষা এবার ভিলেন হয়ে আসছেন।
তিনি আরও জানান, তার নতুন মৌলিক বেশ কয়েকটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন নকীব খান, শওকত আলী ইমন, হৃদয় খান’সহ আরো বেশ কয়েকজন। নিয়মিত বিরতিতে এগুলো প্রকাশ হবে।
Comments