আরিফিন শুভ ও ঐশীর ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি পাচ্ছে

বার্তাসেন্টার সংবাদদাতা

সোমবার, ২ জানুয়ারি ২০২৩, ২৩:০৮

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত বহুল প্রতীক্ষিত ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমা ১৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে।

আরিফিন শুভ ও ঐশী

রাজধানীর বানানী ক্লাবে সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানানো হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত সভাপতি কাজী হায়াত, চলচ্চিত্র ব্যক্তিত্ব ও সিনেমা সংশ্লিষ্টরা।

পুলিশ অ্যাকশন থ্রিলার ছবিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী।

আরও পড়ুন: পরীমণি ও রাজের বিচ্ছেদ, যা বললেন শরিফুল রাজ।

অনুষ্ঠানে আরিফিন শুভ বলেন, চলচ্চিত্রপাড়া এখন বেশ মুখর। অনেক ভালো ভালো সিনেমা নির্মিত হচ্ছে। এখন মানুষের মধ্যে সিনেমা দেখার ঝোঁক বেড়েছে।

সিনেমাটির কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, একাধারে দুই পর্ব নিয়ে কাজ করাটা চ্যালেঞ্জিং ছিল। তবে সংশ্লিষ্টদের আন্তরিকতায় দ্রুততার সঙ্গে আমরা সব ধাপ পার করতে পেরেছি। তাই স্বল্প সময়ের ব্যবধানে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে।

আরও পড়ুন: শাকিব খান ও শবনম বুবলির লিডার, আমিই বাংলাদেশ।

কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।

সিনেমাটিতে আরিফিন শুভ ও ঐশী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ।

এর আগে চিত্রনায়ক আরিফিন শুভ ও ঐশী অভিনীত ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পেয়েছিল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *