অভিনেত্রী পরীমণি মা হতে যাচ্ছেন, বাবা শরীফুল রাজ
বার্তাসেন্টার সংবাদদাতা
মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২, ০১:০৬ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি মা হতে চলেছেন। সোমবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য তিনি নিজেই জানিয়েছেন। অনাগত সন্তানের বাবা হিসেবে অভিনেতা শরীফুল রাজের নাম জানা গেছে।
পরীমণি গণমাধ্যমকে বলেন, ‘কয়েক দিন ধরেই বুঝতে পারছিলাম। আজ দুপুরে ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের নিশ্চিত করেন। খবরটি পেয়ে আমরা দুজনই কেঁদে ফেলেছি।’
জানা গেছে, পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ছবি ‘গুণীন’ সিনেমার সেটে তারা প্রেমে পড়েন। তিনদিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানান পরীমণি।
আজ দুপুরে রাজের ফেসবুক আইডি থেকে পরীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ নিজেই।
পরীমণির সঙ্গে প্রেমের ইস্যুতে আলোচনায় ছিলেন অভিনেতা শরীফুল রাজ। সে আলোচনায় ঘি ঢাললেন পরীমণি নিজেই। জানিয়েছেন, তিনি মা হতে যাচ্ছেন। তার সন্তানের বাবা শরীফুল রাজ।
মূলত গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন পরী-রাজ। তারপর থেকেই তাদের নিয়ে আলোচনা। লুকিয়ে প্রেম করছেন পরী-রাজ। এমন কথাও শোনা গেছে বিভিন্ন সময়।
এর সত্যতা পাওয়া গেছে পরীমণির জন্মদিনে। ওই দিন রাজের সঙ্গে বেশ অন্তরঙ্গ ছিলেন পরী। এরপর ১৮ অক্টোবর রাজের জন্মদিনে তার বাসায় কেক নিয়ে হাজির হয়েছিলেন পরীমণি। সে ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করেন পরী। ছবিতে রাজকে পিচ্চি বলে সম্মোধন করে পরী। এতে সন্দেহ আরও চাউর হয়।
আরও সংবাদ পড়ুন: টুইটারে মৃত্যুকামনা, কড়া জবাব দিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর।
অবশেষে নেটিজেনদের ধারণা পরিষ্কার হয়েছে সোমবার (১০ জানুয়ারি)। নিজের ফেসবুকে পরীমণির সঙ্গে ছবি শেয়ার করে তাকে অভিনন্দন জানিয়েছেন রাজ। পরীও শেয়ার করেছেন একই ছবি।
র্যাম্প মডেলিং থেকে সিনেমায় আসেন শরীফুল রাজ। বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। মূলত ‘নেটওয়ার্কের বাইরে’ নাটক দিয়ে আলোচনায় আসেন রাজ।
রাজ অভিনীত প্রথম সিনেমা ‘আইসক্রিম’। এ সিনেমায় নাজিফা তুশির বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এরপর মুক্তি পায় রাজ অভিনীত দ্বিতীয় সিনেমা ‘ন ডরাই’। এ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। সুনেরাহ বিনতে কামালের বিপরীতে দেখা গিয়েছিল তাকে। মুক্তির অপেক্ষায় আছে রাজ অভিনীত দুটি সিনেমা ‘পরাণ’ ও ‘হাওয়া’।
পরীকে বিয়ের বিষয়টি স্বীকার করে শরীফুল রাজ দেশীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘১৭ অক্টোবর পরীকে বিয়ে করেছি, সে আমার সন্তানের মা হচ্ছে। পরী মা হওয়ার পর বড় করে বিয়ের আয়োজন করব। দেড় বছর পরী কোনো কাজ করবে না, কারণ সে সন্তানের মা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমার সন্তানের মা হতে যাচ্ছে পরীমণি। সবার কাছে দোয়া চাই। কিছুদিন আগে এই সুখবর আমরা জানতে পারি, আজ (সোমবার) ডাক্তার নিশ্চিত করলেন।’
২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমণির। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি এক সাংবাদিকের সঙ্গে পরীমনির প্রেমের গুঞ্জন শোনা যায়।
কিন্তু করোনার মাঝে পরীমণিকে ৩ টাকার কাবিনে বিয়ে করেন নির্মাতা কামরুজ্জামান রনি। তবে সেই সংসার বেশিদিন টেকেনি।
প্রসঙ্গত, এর আগে গ্রামের বাড়িতে এক আত্মীয়ের সঙ্গে বিয়ে হয় পরীর। সেই সংসার ভেঙে গেলে ঢাকায় এসে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি বেশ ঢাকঢোল পিটিয়ে প্রেম করে বাগদান সারেন এক বিনোদন সাংবাদিক ও উপস্থাপকের সঙ্গে। সেই বাগদান অবশ্য বিয়ে অবধি গড়ায়নি। তার আগেই বিচ্ছেদ আসে। এরপর নির্মাতা কামরুজ্জামান রনিকে ১ টাকা কাবিনে বিয়ে করেন পরীমনি। সেই সংসারও টিকেনি নায়িকার। সর্বশেষ এক পুলিশ অফিসারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়ায়।
Comments