অবশেষে জায়েদ-নিপুণ দ্বন্দ্বের অবসান ঘটলো

বার্তাসেন্টার সংবাদদাতা

সোমবার, ২১ নভেম্বর ২০২২, ১২:৫০

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে চিত্রনায়িকা নিপুণ আক্তারের প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের দেয়া আদেশ এতদিন স্থগিত ছিল। সোমবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন।

সভাপতি ইলিয়াস কাঞ্চন
নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করালেন মিশা সওদাগর

আদালতে জায়েদ খানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

হাইকোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

আরও পড়ুন: মীর সাব্বিরের স্ত্রী চুমকি সেই উপস্থাপিকাকে নিয়ে মুখ খুললেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে চিত্রনায়িকা নিপুণ আক্তার বার্তাসেন্টারকে বলেন, রায় আমার পক্ষে এসেছে। আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি। উচ্চ আদালত আমাকে ন্যায়বিচারটা দিয়েছেন।

এ সময় চিত্রনায়িকা নিপুণ ধন্যবাদ জানান ব্যারিস্টার দীপুকে। আদালতে এক ঘণ্টার দীর্ঘ প্রশ্নোত্তর দিয়েছেন তিনি। জনগণ এ রায়ের অপেক্ষায়ই ছিলেন বলেও জানান তিনি।

ইলিয়াস কাঞ্চন ও নিপুণ
নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তার

চলতি বছরের ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তবে জটিলতা সৃষ্টি হয় সাধারণ সম্পাদক পদ নিয়ে।

ভোটে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন চিত্রনায়ক জায়েদ খান। পরে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে জয়ী ঘোষণা করা হয়। ৫ ফেব্রুয়ারি নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এ ঘোষণা দেন।

আর্কাইভ থেকে: জায়েদ খানের প্রার্থিতা বাতিল, চিত্রনায়িকা নিপুণ জয়ী।

এ নিয়ে দুপক্ষের পাল্টাপাল্টি মামলা হলে পদে কে দায়িত্ব পালন করবে, তা নিয়ে সংশয় ছিল শিল্পীদের মধ্যে। তবে এ রায় সাধারণ সম্পাদক শঙ্কার অবসান ঘটিয়েছে বলা যায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *